• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন

কচুয়ার সাচারে ১৫৩ তম উল্টো রথযাত্রা সম্পন্ন

আপডেটঃ : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

কচুয়া: কচুয়ার ঐতিহ্যবাহী সাচারের হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ রথঘর।

 

জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচারে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৩ তম রথযাত্রা সামাজিক দূরত্ব বজায় রেখে রড় ধরনের কোন আনুষ্ঠানিকতা ছাড়াই সম্পন্ন হয়েছে। দেশব্যাপী মহোমারী করোনা পরিস্থিতিতে ভারতীয় উপ-মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা মঙ্গলবার শান্ত পরিবেশে সামাজিক দূরন্ত বজায় রেখে ভক্তবৃন্দরা উল্টো রথযাত্রা রথযাত্রা উদযাপন করেন।
এ সময় সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের আহ্বায়ক বাবু বটু কৃষ্ণ বসু, সদস্য সচিব সমীর ঘোষ, সাবেক সভাপতি তিমির সেন গুপ্ত, সাবেক সাধারন সম্পাদক নিখিল চন্দ্র, উপদেষ্টা হারাধন চক্রবর্তীসহ অন্যান্যরা ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। তবে এ বছর রথযাত্রা অনুষ্ঠানে মহামানী করোনা পরিস্থিতি থাকায় লক্ষ্যনীয় ভীড় দেখা যায়নি।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…