মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুম’আতুল বিদা’র নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসুল্লীরা। শুক্রবার উপজেলার বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ জুম’আতুল বিদা’র নামাজে অংশ গ্রহণ করে। জুময়ার নামাজের খুতবা পূর্ববর্তী আলোচনা এবং খুতবা পাঠ, নামাজ আদায় শেষে মুসলীম উম্মাহ এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আবদুর রউফ।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এ বছর সামাজিক দুরত্ম বজায় রেখে জুম’আতুল বিদা নামাজ অনুষ্ঠিত হয়। তবে এ বছর গণ-পরিবহন বন্ধ থাকায় দেশের বিভিন্ন স্থান ও জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসুল্লীরা অংশ নিতে পারেন নি। উপজেলার সীমান্ত ঘেষা পাশ্ববর্তী উপজেলাসহ হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান স্থান থেকে কয়েক সহস্রাধীক মুসুল্লী জুম’আতুল বিদার নামাজে অংশ গ্রহণ করে।
নামাজ শেষে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনীতে আকাশ-বাতাস মূখরিত হয়ে উঠে। এ সময় আল্লাহর দরবারে পানা’হ চেয়ে জুম’আতুল বিদা’র মোনাজাতে মুসুল্লীদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠে।
এ সময় তিনি উপজেলা পরিষদ, পৌরসভা, থানা প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশাল জামায়াত মসজিদ কর্তৃপক্ষের একার পক্ষে আয়োজন করা কঠিন। সবার আন্তরিক সহযোগিতা না থাকলে জুমাতুল বিদাহ নামাজ শৃঙ্খলার মধ্যে দিয়ে আদায় করা সম্ভব হতো না।