• মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

শপথ নিলেন হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্যরা

আপডেটঃ : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদ্য নির্বাচিত সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যরা শপথ নিয়েছেন। সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে নব-নির্বাচিত এসব সদস্যদের শপথবাক্য পাঠ করান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম।
এদিন শপথ নিয়েছেন ১নং ওয়ার্ডের নারী সদস্য তানজিনা আক্তার, ২নং ওয়ার্ডের নারী সদস্য ফরিদা ইয়াছমিন ও ৩নং ওয়ার্ডের নারী সদস্য জান্নাতুল ফেরদৌসি, ১নং ওয়ার্ডের সদস্য মো. ইউছুফ পাটওয়ারী, ২নং ওয়ার্ডের সদস্য মো. আউয়াল, ৩নং ওয়ার্ডের সদস্য মো. এরশাদ।
শপথ নিয়েছেন ৪নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, ৫নং ওয়ার্ডের সদস্য শাহা আলম, ৬নং ওয়ার্ডের সদস্য নজরুল, ৭নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন, ৮নং ওয়ার্ডের সদস্য মো. কবির হোসেন ও ৯নং ওয়ার্ডের সদস্য মো. জহির কাজী।
উল্লেখ্য, গত ১৬ মার্চ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবু তাহের প্রধানীয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি গত ১২ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ে শপথ নিয়েছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…