• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭ লাশ, ইসরায়েলি হামলায় নিহত আরও ৪ ‘অপারেশন ডেভিল হান্ট’ আরো কতদিন চলবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স হবে ৩ বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স হবে ৩ বছরের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা সৌদি ও বাংলাদেশে রোজা শুরু কবে, যা জানা গেল সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসবে সরকার বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক দিলদারের প্রেমকাহিনী ভিত্তিক গল্পগুচ্ছ বই ৬ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে ‘ডেভিল’ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাজীগঞ্জে গাঁজাসহ চাঁদপুরের মাদক কারবারি আটক

আপডেটঃ : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে গাঁজাসহ মো. সোহেল চৌধুরী (৩৬) নামের চাঁদপুরের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ এপ্রিল) কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর সাইনবোর্ড এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ জব্দসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।
এ দিন মাদক কারবারি মো. সোহেল চৌধুরীকে আটক করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স। সে চাঁদপুর সদর উপজেলার পৌরসভাধীন ১৩নং বাহের খলিশাডুলি গ্রামের ভুঁইয়া বাড়ির মৃত আবুল খায়ের চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ দিন বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহসড়কের পৌরসভাধীন এনায়েতপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানা পুলিশ। এসময় হাজী আব্দুর রশিদ ফার্নিচার হাউজের সামনে থেকে মো. সোহেল চৌধুরীর সাথে থাকা একটি শপিং ব্যাগের ভিতর থেকে ২ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্স। তাই, তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্য দাতার নাম গোপন রাখা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…