• রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

হাজীগঞ্জে সাংবাদিক কবির আহমেদ’র মায়ের মৃত্যু

আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জে সাংবাদিক কবির আহমেদ মা আনোয়ার বেগম আর নেই (ইন্নাল্লিালে ওয়া….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বুধবার দুপুরে পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের সর্দার বাড়ি জামে মসজিদের সম্মুখে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ওই বাড়ির মৃত আব্দুল হালিমের স্ত্রী। মৃত্যুকালে আনোয়োরা বেগমের তিনি চার ছেলে ও দুই মেয়ে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এ দিকে সাংবাদিক কবির আহমেদ এর মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এ ছাড়াও শোক জানিয়েছেন, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব এস.এম চিশতী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্ সহ প্রেসক্লাব এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মরহুমের জানাযা পরিচালনা করেন, সর্দার বাড়ি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাও. ছালিম উল্যাহ্ সেলিম।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…