কচুয়ায় মুজিববর্ষ উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেওর মাঝে পুরষ্কার বিতরণ করছেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানমসহ অতিথিবৃন্দ। – মানব খবর
জিসান আহমেদ নান্ন, কচুয়া ॥
কচুয়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, ইপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন, কচুয়া থানার ওসি ওয়ালি উল্লাহ অলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রাণধন দেব, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, সাবেক সভাপতি আবুল হোসেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারকারীকে বিশ হাজার, দ্বিতীয়স্থান অধিকারকারীকে দশ হাজার, তৃতীয়স্থান অধিকারকারীকে পাঁচ হাজার ও ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশমস্থান অধিকারকারীদের মাঝে দুই হাজার টাকা করে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়েছে।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালীনি কর্মকার, ইউআরসি কর্মকর্তা তারেক নাথ মল্লিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।