• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন

কচুয়ায় মামলা প্রত্যাহারের দাবীতে মানবনন্ধন

আপডেটঃ : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

কচুয়া:কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানবন্ধন।

 

কচুয়া প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ায় সরকারি উন্নয়ন মূলক কাজে অনিয়মে বাধা দেয়ায় সদ্য সাময়িক বহিস্কার হওয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কচুয়া বিশ্বরোড এলাকার আকানিয়া বাাইপাস সড়কে সর্বস্থরের জনগনের আয়োজনে ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাঈদ মোরশেদ পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো.মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাদল, যুবলীগ নেতা আবুল বাশার নবু, মোস্তফা কামাল, গাজী মনির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কচুয়া শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবন নির্মান কাজে ঠিকাদার কর্তৃক অনিয়মের ঘটনায় প্রতিবাদের জের ধরে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে চাঁদপুরের শিক্ষা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. নুরে আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
অভিলম্বে ওই মামলা ও প্রকৌশলীর প্রত্যাহার এবং ভবনের নির্মান কাজ সঠিক ভাবে পরিচালনা করার আহবান জানান। এ সময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…