• বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

কচুয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম উদ্বোধন

আপডেটঃ : শনিবার, ১৩ জুন, ২০২০

কচুয়া: মহামারী করোনা সংক্রমন প্রতিরোধে হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষুধ বিতরণ কার্যক্রমে বক্তব্য দিচ্ছেন ডা. জাহাঙ্গীর আলম।

 

জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
‘বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমন’ প্রতিরোধে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সহযোগিতায় ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের উদ্যোগে হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ৫ শতাধিক লোকজনের মাঝে এসব ঔষধ বিতরণ করা হয়।

লক্ষীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা. একেএম জাকির হোসেনের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের রেজিষ্টার-কাম-সেক্রেটারী ডা. মো. জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য ডা. আতাহার আলী, উপজেলা হিসাব কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আকতার উদ্দিন প্রধান, পৌর কমিশনার আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম, উপজেলা উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিবুলাল সাহা, কচুয়া দাতব্য হোমিওপ্যাথিক মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার তাছলিমা খানম, ডা. ওয়ালী উল্লাহ প্রমুখ। এসময় পৌর কমিশনার জাহাঙ্গীর আলম, আমিনুল হক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

কচুয়া : মহামারী করোনা সংক্রমন প্রতিরোধে হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষুধ বিতরণ করছেন অতিথিবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…