• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন

কচুয়ার প্রসন্নকাপ উবিতে এসএসসিতে শতভাগ সাফল্য ॥ জিপিএ-৫ পেয়েছে ১৬ জন

আপডেটঃ : বুধবার, ৩ জুন, ২০২০

কচুয়ার প্রসন্নকাপ উবির শিক্ষকদের সাথে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত উল্লাসিত শিক্ষার্থীরা।

 

জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধিনে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। তম্মেধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। ধারাবাহিক সাফল্যের ফলে এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বাধভাঙ্গা আনন্দ দেখা দিয়েছে।
সরেজমিনে জানা গেছে, কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে মোট ১শ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে সকলেই সাফল্যের সাথে উত্তীর্ন হয়েছে। তন্মেধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।
জিপিএ-৫ প্রাপ্ত হচ্ছে: মো. তামজিদ সিকদার,মো. শাহাদাৎ খান, মো. ইরফান উল্যাহ, মো. মিরাজ হোসেন, মোসা: কামরুন নাহার, মোসা: শামসুন্নাহার, শামীমা আক্তার, মিসেস: সুমাইয়া ইসলাম, সানজিদা আক্তার, রহিমা খাতুন, রাফি আক্তার, জেরিন আক্তার, তানজিনা আক্তার, তামান্না আক্তার, শামীমা আক্তার ও ছাবিনা আক্তার।
স্থানীয়রা জানান, প্রায় প্রতি বছর বিদ্যালয়টি এসএসসি, জেএসসিকে শতভাগ পাশসহ শিক্ষর্থীরা া চমক সৃষ্টি করে করে আসছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবাস চন্দ্র গোপ জানান,অন্যান্য বছরের ন্যায় এবারো বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা সাফল্যের ধারা অব্যাহত রেখেছে, ভবিষ্যতেও ফলাফল ভালো করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকতে।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…