• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

হাজীগঞ্জে লকডাউনকৃত বাড়ির ১৬ পরিবারের পাশে ইউপি চেয়ারম্যান

আপডেটঃ : বুধবার, ৩ জুন, ২০২০

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে লকডাউনকৃত এক বাড়ির ১৬ পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন। বুধবার দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কর্মকার বাড়ির ওই ১৬ পরিবারের মাঝে তিনি খাদ্যসামগ্রী পৌছে দেন।
এ দিন দুপুরে তিনি ওই বাড়িতে বসবাসকৃত ১৬ পরিবারের মাঝে পরিবার প্রতি ২০ কেজি করে চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন ও ৩ কেজি আলু পৌছে দেন।
এ ছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়িতে করোনা আক্রান্ত মিন্টু কর্মকারের ঘরে ৩০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন ও ৩ কেজি আলু অন্যান্য খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়।
এর আগে সোমবার প্রকাশিত রিপোর্ট মিন্টু কর্মকারের করোনা পজেটিভ আসায় তার বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন করে উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশ। তিনি ওই ইউনিয়নের রামপুর বাজারের একজন ব্যবসায়ী।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…