• সোমবার, ২০ মে ২০২৪, ০২:১১ অপরাহ্ন

হাজীগঞ্জে ‘আম্পান’ মোকাবিলায় প্রস্তুত ৪৬টি আশ্রয় কেন্দ্র

আপডেটঃ : বুধবার, ২০ মে, ২০২০

 

মোহাম্মদ হাবীব উল্যাহ্,

চাঁদপুরের হাজীগঞ্জে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় সুপার সাইক্লোন ‘আম্পান’ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভাসহ ইউনিয়ন পরিষদ। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে ৪৬টি আশ্রয় কেন্দ্র।

এসব আশ্রয় কেন্দ্রে লোকজনের পাশাপাশি মূল্যবান সামগ্রী এবং পশুপাখি নিয়ে আশ্রয়গ্রহন করা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মো. জাকির হোসেন।

তিনি বলেন, যাদের বাড়ী ঘর ঝুঁকিপূর্ণ তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে কেন্দ্রে সুপেয় পানিসহ যাবতীয় সকল সুযোগ সুবিধা থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া বলেন, সুপার সাইক্লোন ‘আম্পান’ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষনিক তদারকি করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…