• রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেটঃ : বুধবার, ৬ মে, ২০২০

 

মোহাম্মদ হাবীব উল্যাহ্

হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে শহীদ উল্যাহ (৭৩) নামের নামের এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার দিবাগত রাতে তিনি নিজ বাড়ীতে মারা যান। তিনি উপজেলার ৫ নং সদর ইউনিয়নের অলিপুর গ্রামের মিজির বাড়ির বাসিন্দা।

 

নিহত শহীদ উল্যাহকে এদিন দুপুরে নিজ বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা, তা জানতে তার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম মীর জানান, শহীদ উল্যাহ গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও গলা ব্যথায় ভূগছিলেন। সোমবার রাতে তার পাতলা পায়খানা ও বমি হয়। এবং এদিন রাত সাড়ে ১২টার সময় তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।

 

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন জানান, মৃত্যুর বিষয়টা জেনেছি। স্বাস্থ্য বিধি অনুযায়ী নিহত বৃদ্ধকে দাফন করা হয়েছে।

 

উল্লেখ্য এর আগে গত সোমবার করোনা উপসর্গ নিয়ে একই ইউনিয়নের মৈশাইদ উত্তর পাড়ার রেখা বেগম নামের একজন গৃহবধুও মারা যান।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…