• রবিবার, ১২ মে ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

কচুয়ায় প্রান্তিক কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিলেন দিলেন ছাত্রলীগ

আপডেটঃ : সোমবার, ৪ মে, ২০২০

জিসান আহমেদ নান্নু ॥

 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে কচুয়ায় পাকা বোরো ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ,চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’ ও কচুয়া উপজেলা ছাত্রলীগের নির্দেশে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

এরই অংশ হিসেবে সোমবার উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নুরপুর গ্রামের বাহার, আশেক আলী, আলী আজগর ও আবুল মিয়ার মোট ১শ’২০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌছে দেন গোহট উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহসিন মজুমদারের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ১শ’২০ শতক পাকা ধান কেটে বাড়ী পৌঁছে দেন।

 

এসময় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ওয়ার্ড যুবলীগ নেতা মামুন মিয়া, ছাত্রলীগ নেতা ইয়াছিন মজুমদার, শাওন প্রধান, আলাউদ্দিন মজুমদার, আবু জাফর প্রধান, সাখাওয়াত মজুমদার, রিয়াদ লন্ডনী, শাকিল পাটোয়ারি, ফাবেল, সরোয়ারসহ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…