• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:১০ অপরাহ্ন

হাজীগঞ্জে দুই শতাধীক অস্বচ্ছল শিক্ষার্থীর পরিবারকে উপহার দিলেন সিআইপি জয়নাল আবেদীন

আপডেটঃ : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

 

নিজস্ব প্রতিনিধিঃ

হাজীগঞ্জে দুই শতাধীক অস্বচ্ছল শিক্ষার্থী পরিবারের পাশে দাঁড়িয়েছেন, বিশিষ্ট শিল্পপতি বি.বি.জে, এবিসি ফুটওয়ার ইন্ডাস্ট্রি লিমিটেড এর ব্যবস্থাপক ও সিহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সিআইপি জয়নাল আবেদীন।

মঙ্গলবার দুপুরে তিনি ব্যক্তিগত অর্থায়নে সিহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিহিরচোঁ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীর পরিবারে মাঝে উপহার (খাদ্য) সামগ্রী তুলে দেন।

এছাড়াও সিহিরচোঁ গ্রামের কর্মহীন লোকজনের মাঝেও উপহার সামগ্রী বিতরণ করেন সিআইপি জয়নাল আবেদীন মজুমদার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সেলফ কোয়ারেন্টাইনে থাকা অস্বচ্ছল শিক্ষার্থীদের পরিবারসহ এলাকার কর্মহীন পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ দিন সকালে সামাজিক দুরত্ম বজায় রেখে সিহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীর পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফতাবুল ইসলাম ও কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া।

সিহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে জন প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ছোলা বুট ও ১ কেজি মশুর ডাল বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করেন, সিহিরচোঁ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়ের খাঁন, সিহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম ও তাছলিমা আক্তারসহ স্থানীয় স্বেচ্ছাসেবরা।

এ সময় অথিতি হিসেবে স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেছার উদ্দিন, এলাকার গন্যমান্যদের মধ্যে ডা. আব্দুল হাই, আব্দুল আউয়াল, আব্দুল জলিল, তারেক হোসেন প্রধানীয়া, শাহজালাল মজুমদার, ডা. শামছুদ্দিন, জামাল হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…