জিসান আহমেদ নান্নু ॥
করোনায় গৃহবদ্ধি চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায় রেনেঁসা ফাউন্ডেশনের উদ্যোগে নীরবে-প্রচার বিহীন ৫’শতাধিক পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
গত শুক্র ও শনিবার দু’দিন ধরে সাচার ও পার্শ্ববর্র্তী এলাকায় নিন্ম ও মধ্যবর্তী পরিবাবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরন করেন, সাচার রেনেঁসা হাসপাতাল ও রেনেঁসা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মজুমদার।
এ সময় সাচার রেনেঁসা হাসপাতাল ও রেনেঁসা ফাউন্ডেশনের পরিচালক মো. জিয়া উদ্দিন মজুমদার, সাংবাদিক মো. জামাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রেনেঁসা হাসপাতাল ও রেনেঁসা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মজুমদার বলেন, বর্তমানে মহামারী করোনায় মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তাই মানবিক বিবেচনা করে আমরা রেনেঁসা ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় আমাদের সকলকে আরো সচেতন হবে। একমাত্র সচেতনতায় পারে এ বিপদ থেকে আমাদের মুক্ত করতে। আররা সকলে ঘরে থাকি, নিরাপদে থাকি। নিজে বাঁচুন, প্রতিবেশীদেরও বাঁচান।