• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেটঃ : শনিবার, ১৪ মার্চ, ২০২০

বিশেষ প্রতিনিধিঃ
হাজীগঞ্জে নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার সকালে ১১ টায় উপজেলার বাকিলা ইউনিয়নের স্থানীয় সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা পরিচালনা করেন, সন্না মজুমদার বাড়ি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. আবিদুর রহমান।
এর আগে বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে মৃত্যুবরণ করেন (ইন্নলিল্লাহে…….রাজিউন)। তিনি ওই ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের হক সাহেব বাড়ির মৃত মুসলিম মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা আঃ রশিদ মিয়ার জানাজা পূর্বক রাষ্ট্রীয় মার্যাদায় সালাম প্রদান করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ফারুক রেজা, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদসহ সঙ্গীয় ফোর্স। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম.এ তাহের, রফিক উল্ল্যাহ খাঁন কাজল প্রমূখ।
জানাজায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী, সাবেক চেয়ারম্যান, নজরুল ইসলাম নজু, মিজানুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা এম.এ খালেক, এম.এ মতিন, মো. মুখলেছুর রহমান, ইউপি সদস্য আবু কালাম আবু খলিফা, এম এ হান্নান, আবু তাহের, রবিউল আলম অরুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান লিটন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নজুসহ কয়েক শতাধিক স্থানীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমানসহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক অমল ধর উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…