• রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আলামিনের মৃত্যু

আপডেটঃ : বুধবার, ১১ মার্চ, ২০২০

 

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আলামিন হোসেন (১৯) নামের এক যুবক মারা গেছে। মঙ্গলবার বিকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আলামিন ওই গ্রামের রশিদ বিএসসি বাড়ীর আবুল কাশেমের ছেলে। খবর পেয়ে পুলিশ নিহত আলামিনের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
নিহতের চাচা আবুল হাশেম জানান, এ দিন বিকালে আলামিন তার নিজ ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় অসাবধনতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেত চিশতী বলেন, হাসপাতালে আনার পূর্বেই আলামিন নামক যুবকের মৃত্যু হয়েছে।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…