• রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন

কচুয়ার ইউপি চেয়ারম্যান আজাদ পেলেন নেলসন ম্যান্ডেলা এ্যাওয়ার্ড

আপডেটঃ : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০

জিসান আহমেদ নান্নু:
হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির উদ্যোগে সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুস সামাদ আজাদকে নেলসন ম্যান্ডেলা এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সম্প্রতি ঢাকার বাংলা মোটর বিশ^ সাহিত্য কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ গনতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মো. শামসুল হুদা একজন সফল ও ন্যায় নীতিবান চেয়ারম্যান হিসেবে এ এ্যাওয়ার্ড প্রদান করেন। এসময় হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির উদ্যোগে এক আলোচনা ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ,আইনবিদ,সাংবাদিক, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাদা মনের মানুষ মো. আব্দুস সামাদ আজাদকে নেলসন ম্যান্ডেলা এ্যাওয়ার্ড পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নের সচেতন মহল। উল্লেখ্য যে ইউপি চেয়ারম্যান মোঃ আবদুস সামাদ আজাদ ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকায় বিভিন্নভাবে উন্নয়নের মাধ্যমে ইউনিয়নকে একটি যুগোপযোগী ও মডেল ইউনিয়ন গঠনে সর্বদা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাট উন্নয়ন, অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন ও মাদক নির্মূলে ব্যাপক ভূমিকা রেখেছেন বলে তৃণমূলের সাধারন মানুষ জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…