• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন

হাজীগঞ্জে উঠান বৈঠকে সহস্রাধীক মা ও কিশোরী

আপডেটঃ : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০

হাজীগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর-কিশোরীদের পুষ্টিজ্ঞান, বয়ঃসন্ধিকালীণ পরিচর্যা, গর্ভবর্তী মায়েদের গর্ভকালীণ সেবা, প্রসব সেবা ও প্রসবোত্তর সেবা কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামে সহস্রাধিক মা ও কিশোরীদের উপস্থিতিতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মা ও কিশোরীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। ইউনিয়ন পর্যায়ে গর্ভবতী মা ও কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সকল চিকিৎসা সরঞ্জাম প্রদানসহ সব ধরণের সহযোগিতার কথা উল্লেখ করেন ইউএনও। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটওয়ারী প্রমুখ। উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মহিন উদ্দিনের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে মা ও কিশোরীদের স্বাস্থ্য সচেতন বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। এ সময় পরিদর্শক মো. আলী, ইসমাঈল হোসেন, সাইফুল ইসলাম ও নাসিমসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…