• রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

মানব খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্মার্ট অটোচালককে রিকশা ক্রয়ে আর্থিক সহায়তা দিলেন ইউপি চেয়ারম্যান আজাদ

আপডেটঃ : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০

জিসান আহমেদ নান্নু ॥
চাঁদপুরের কচুয়ায় সৌখিন (স্মার্ট) সেই অটোচালক ওমর আলীকে রিকশা ক্রয়ে আর্থিক সহযোগিতা করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ। জনপ্রিয় সাপ্তাহিক মানব খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর শুক্রবার ওমর আলীর হাতে নগদ আর্থিক সহযোগিতা তুলে দেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সামাদ আজাদ। নগদ অনুদান পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওমর আলী বলেন, আমাকে নিয়ে সাংবাদিকরা লেখনীর পর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ আমাকে নতুন করে অসহায় বাবা-মা ও স্ত্রী, সন্তানদের নিয়ে বাচাঁর পথ দেখিয়েছে। আমি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ ও সাংবাদিক ভাইয়েদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ইউপি চেয়ারম্যান একজন সত্যিকারের মহৎ মানুষ। উল্লেখ্য যে, কচুয়ার কাদিরখিল গ্রামের বাসিন্দা মৃত আবিদ আলীর ছেলে ওমর আলী দীর্ঘদিন ধরে এলাকায় কোর্ট,ট্রাই, চশমা ও ঘড়ি পড়ে স্মার্ট ভাবে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। এমন সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হওয়ার পর এবং তার ব্যতিক্রমী কৌশল দেখে মুগ্ধ হয়ে ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ রিকশা ক্রয়ে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…