• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

কচুয়ায় অবৈধ ইটভাটায় দুই লক্ষ টাকা জরিমানা

আপডেটঃ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০

 

কচুয়া প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ায় অবৈধ দুই ইটভাটাকে মোট দুই লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়। ৩ ফ্রেব্রুয়ারী সোমবার মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা। এ প্রসঙ্গে তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে পালাখালের বাছাইয়ার মেসার্স এম এ বি ব্রিকস কে দেড় লক্ষ টাকা এবং খাজুরিয়া বাজারের কৈটোরার মেসার্স এম এস ব্রিকস কে ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষনিক আদায় করা হয়। এ মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ,নমুনা সংগ্রহকারী মোঃ মোবারক হোসেন। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ জানান,মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকদের অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সেই সাথে চাঁদপুরের অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে অঙ্গিকার করেন। এই অভিযানে কচুয়া থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…