• বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে কচুয়া পৌর আ‘লীগের কম্বল বিতরণ

আপডেটঃ : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০

জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরের কচুয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে গরীব- অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও প্রয়াত আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক মাষ্টারের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

 

পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভুঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মো. হেলাল উদ্দিন প্রধানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ।

 

এ সময় কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলাতানা খানম,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. শাহজালাল প্রধান জালাল, উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ফয়েজ আহমেদ স্বপন, কচুয়া পৌর প্যানেল মেয়র মো. কামাল হোসেন অন্তর, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. শাহআলম প্রধান, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. সেলিম মিয়া, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. বাচ্ছু মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আমিন মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী মো. শাহজাহান মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম খলিল বাদলসহ অন্যান্য দলীয় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…