• রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেটঃ : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০

নিজস্ব প্রতিনিধি ॥
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলার ১২টি ইউনিয়নের গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টারে এ কম্বল বিতরণ করা হয়।

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের মাননীয় সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যুবলীগের এই উদ্দ্যোগকে আমি স্বাগত জানাই, এই শীতে দুঃস্থ দরিদ্র, সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি আরোও বলেন, বঙ্গন্ধু চেয়ে ছিলেন এ দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত একটি উন্নত বাংলাদেশ গড়তে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় কোন দুস্থ, দরিদ্র মানুষ শীতে কষ্ট পাবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার আজ ক্ষমতায় থাকায় সারা দেশে উন্নয়নের চেহারার পরিবর্তন হয়েছে ও উন্নয়নে দেশ আজ বিশে^র কাছে সু পরিচিত লাভ করেছে। জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে।

 

উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের সভাপতিত্বে ও যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেলের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিমউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. সেলিম মিয়া, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সেলিম, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন রতন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. দুলাল হোসেন, জেলা পরিষদের সদস্য বিল্লাল হোসেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আলী নুর নিপু, সদস্য সিরাজুল ইসলাম রাসেল, আমিনুল ইসলাম বাবলু, জসিম মিজি, সুমন তপদার, নিশাদ মজুমদার, সামছুদ্দোহা সোহেল, তুষার মজুমদার, ২নং বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহিম খান রনি, যুগ্ন-আহবায়ক মোজাম্মেল হোসেন বাবু, ৩নং কালোচোঁ উওর ইউনিয়ন যুবলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, ৪নং কালোচোঁ উওর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্যামল চন্দ্র, যুগ্ন-আহবায়ক আশরাফ, ৫নং সদর পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইউসুফ প্রধানীয়া সুমন, ৫নং সদর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক শাহীন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক সুমন, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাসেল পাটওয়ারী, যুগ্ন-আহবায়ক সাখাওয়াত হোসেন, ৯নং গর্ন্ধব্যপুর উওর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুনছুর আহমেদ বিপ্লব, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, ১০নং গর্ন্ধব্যপুর দক্ষিন ইউনিয়ন যুবলীগের আহবায়ক এম এ আউয়াল, যুগ্ন-আহবায়ক আনোয়ার হোসেন, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান বকাউল, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন মিশু।

 

উপজেলা তাঁতী লীগের সভাপতি আলী আজগর, তাঁতী লীগ নেতা শাহজাহান সাজু, মনিরুজ্জামান মিঠু, জসিম, কাঞ্চন, সেন্টু, কাইয়ুম।

উপজেলা ছাএলীগের যুগ্ন-সাধারন সম্পাদক হান্নান গাজী, শহর ছাএলীগের সহ-সভাপতি সোহেল আলম বেপারী, যুগ্ন-সাধারন সম্পাদক তানভীর পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক কাজী রাজু, প্রচার সম্পাদক হায়দার আলী মুন্না, গ্রন্থনা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন, ছাএলীগ নেতা রাকিব কাজীসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিএ কোরআন তেলোয়াত করেন ৩ নং কালোচোঁ উওর ইউনিয়ন যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…