অমরেশ দত্ত জয়ঃ
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় মারুফ হোসেন রিয়াদ (১৬) নামে এক স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৯ জানুয়ারি রোববার সকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের মকিমাবাদ গাইন বাড়ির ফরিদ হোসেনের দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রিয়াদ ওই গাইন বাড়ির ফারুক মিয়ার বড় ছেলে। সে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় দোকানে থাকা ফারুক হোসেন (২৮) নামে কর্মচারী পলাতক রয়েছে।রিয়াদের পরিবার জানায়,এ ঘটনার কয়েকদিন পূর্বে তাদের নতুন বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। হয়তো তারাই রিয়াদকে খুন করেছে বলে অভিযোগ পরিবারের।
তারা আরো জানান,এ ঘটনার দিন সকাল থেকে রিয়াদের চাচতো ভাই শাকিল ও দোকানের আরেক কর্মচারী ফারুক পলাতক। এ দিকে চাঁদপুর পুলিশ সুপার মাহাবুবুর রহমান ও হাজীগঞ্জ পৌর মেয়র আসম মাহাবুবুল আলম রিপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় কাউন্সিলর জাহেদুল আজহার আলম বেপারী জানান,সকালে দোকানের মালিক ফরিদ দোকানের কর্মচারী ফারুককে ঘুম থেকে জাগাতে আসে। কিন্তু দীর্ঘক্ষণ ডেকেও দোকান বন্ধ পাওয়া যায়।
পরে সন্দেহ হলে পরে দোকানের শাটার ভেঙে রিয়াদের মরদেহ দেখতে পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে জানানো হলে তারা এসে রিয়াদের মরদেহ উদ্ধার করে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান,আমরা জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক ফরিদ হোসেনকে আটক করেছি। এই হত্যার পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আমরা ইতিমধ্যে ঘটনাটি সুষ্ঠু তদন্তের জন্য সব রকমের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।