• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

হাজীগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

আপডেটঃ : শনিবার, ২ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি॥
হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মজীবী ল্যাকটোটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরে উপকারভোগীদের চলমান স্বাস্থ্যসেবা জোরদার, মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ উপলক্ষে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

হেলথ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সুস্থ্য মায়ের পক্ষে সম্ভব একটি সুস্থ্য শিশু জন্ম দেয়া। তাই আসুন গর্ভবর্তী মায়ের যত্ম নেই তিনি বলেন, অকারনৈ সিজার না করাই ভালো। এজন্য পূর্ব থেকে মায়েদের সুস্থ্য থাকতে হবে। গর্ভকালিন সময়ে সবুজ শাকসবজি বেশী খেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি মিলি, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএমসিএস ডা. মুনতাহার মৌ, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর জোহরা বেগম এফ.ডব্লিউ.ই লুতফুন্নেছা প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিদা মজুমদার।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…