• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন

কচুয়ায় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

আপডেটঃ : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
“দক্ষ যুবক গড়ছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে কচুয়ায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ নভেম্বর (শুক্রবার) সকালে উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন বিশ্বরোড এলাকায় বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমার সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মো. আহসানুল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ (অলি), কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক ভোরের কাগজের কচুয়া প্রতিনিধি মো. রাকিবুল হাসান, তথ্য আপা প্রকল্পের তথ্য আপা শারমিন আক্তার প্রমূখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব উল আলম।
আলোচনা সভা শেষে ১১জন যুব’র মাঝে ৫লক্ষ ৭০ হাজার টাকার চেক ও ন্যাশনাল সার্ভিসের আওতায় ৫শত ১২জন প্রশিক্ষানার্থী যুব’র মাঝে সনদ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…