• শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

হাজীগঞ্জে যুবলীগের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেটঃ : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

বিশেষ প্রতিবেদক:
হাজীগঞ্জে বাকিলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বাকিলা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এর আগে শ্রীপুর উচ্চ বিদ্যালয় ও শ্রীপুর মাদরাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝেও শিক্ষা উপকরণ বিতরণ করেন যুবলীগ নেতৃবৃন্দ।

বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহিম খাঁন রনির সভাপতিত্বে বাকিলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অহিদুজ্জামান পাটওয়ারী, সোশ্যাল ইসলামী ব্যাংক বাকিলা বাজার বুথের ইনচার্জ মো. নজরুল ইসলাম পাটওয়ারী, বাকিলা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সহ-সভাপতি আবুল হোসেন পাটওয়ারী।

অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম নজু, নাজমুল আহসান নয়ন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন, বাকিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহরাব হোসেন।
ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শাহদাত হোসেন, সদস্য সঞ্জয় নারায়ন পাল, রেজাউল করিম শুকু, রতন মজুমদার, হাবিবুর রহমান মিলন, আফজাল হোসেন, সুব্রত শুভ, সুমন খান রাফি, শরিফুল ইসলাম, কাউসার প্রধানীয়া, নূর মোহাম্মদসহ ইউনিয়ন যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় শিক্ষা উপকরণ প্রাপ্ত জেএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…