• রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

হাজীগঞ্জ গোল্ডেন হসপিটালে ভুয়া ডাক্তার আটক

আপডেটঃ : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

বিশেষ প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডস্থ গোল্ডেন হসপিটালে ডাক্তার সেজে রোগী দেখার সময় আটক হয়েছে হাসপাতালের মার্কেটিং কর্মকর্তা ও ভুয়া ডাক্তারকে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

মো. ফরহাদ হোসেনক মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের গোল্ডেন হাসপাতাল থেকে রোগী দেখার সময় হাতে-নাতে আটক করা হয়।

আটক ফরহাদ হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা। সে গোল্ডেন হাসপাতালে মার্কেটিং অফিসার পদে কর্মরত আছে।

সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ) মো. আফজাল হোসেন মানব খবরকে জানান, ফরহাদ হোসেন ওই হাসপাতালে মার্কেটিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে নিয়মিত রোগী দেখতেন। এ কারণে তাকে আটক করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…