• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

কচুয়ায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালী

আপডেটঃ : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

জিসান আহমেদ নান্নু ॥
“সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন” এ স্লোগানে চাঁদপুরের কচুয়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ব্র্যাক ওয়াস কর্মসূচীর সহযোগীতায় মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, উপজেলা শিক্ষা অফিসার এএইচ শাহরিয়ার রসূল, বন কর্মকর্তা আমিরুল হাছান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. রাকিবুল হাসান ও ব্র্যাক ওয়াস কর্মসূচির প্রোগ্রাম অফিসার জুলেখা বেগম প্রমূখ। এসময় কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…