• শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়ন ভিক্ষুকমুক্ত

আপডেটঃ : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
হাজীগঞ্জে ভিক্ষুকদের পূনর্বাসনের মাধ্যমে কালচোঁ দক্ষিণ ইউনিয়নকে আনুষ্ঠানিক ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া। বৃহস্পতিবার সকালে এক অনুষ্টানের মধ্য দিয়ে ইউনিয়নের ১৫ জন ভিক্ষুককে পূনর্বাসনের উপকরণ প্রদানের মাধ্যামে এ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন তিনি।
রামপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে ১৫ জন ভিক্ষুকের নিজ নিজ চাহিদা অনুযায়ী ৫ জনকে সেলাই মেশিন, ৯ জনকে ছাগল ও ১ জনকে ক্ষুদ্র দোকানের উপকরণ (চায়ের প্লাক্স, কয়েক প্রকার বিস্কুট, চকলেট, চিপস ইত্যাদি) প্রদান করা হয়।
এর আগে উপস্থিতির উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এ ছাড়াও বক্তব্য রাখেন, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফেজ মো. শাহজালাল, সাধারণ সম্পাদক মাওলানা মো. মাইনুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে রামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. শাহআলম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মুক্তা আক্তার, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, সকল ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগি পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…