• রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মডেল সরকারি কলেজে জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত

আপডেটঃ : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

 

মোঃ কবির আহমেদঃ
হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মাদক,জুয়া,ইভটিজিং,বাল্যবিবাহ, নারী নির্যাতন,সন্ত্রাস, জঙ্গিবাদ,সামাজিক ব্যাভিচার,জুলুম,অত্যাচার, অসামাজিক কর্মকান্ড সহ সকল অপরাধ নির্মূলে আয়োজিত জনসচেতনমূলক আলোচনা সভায় সোমবার (২৩ সেপ্টেম্বর ) চাঁদপুর জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম হাজীগঞ্জ পৌর ০৬ নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ হলরুমে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও সম্মিলিতভাবে সামাজিক আন্দোলনের মাধ্যমে সকল অপরাধ প্রতিরোধে পুলিশকে যথাসময়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সুুনাগরিক হিসেবে দায়িত্ব পালনের জন্য শপথ বাক্য পাঠ করান থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন।
সভায় বক্তব্য রাখেন , সহকারী অধ্যাপক শাহ জামাল তালুকদার, সহকারী অধ্যাপক ফাতেমা আক্তার, রসায়ন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক পরিমল চন্দ্র সাহা, পদার্থ বিজ্ঞান বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক মোঃ মোশাররফ হোসেন,তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক স্বপন কুমার পাল।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পরিসংখ্যান বিভাগীয় প্রধান মো. ফারুক আহম্মেদ,সহকারী অধ্যাপক বদরুদ্দৌজা,সহকারি অধ্যাপক হাফিজ উল্ল্যা,সহকারী অধ্যাপক মোক্তার হোসেন, প্রভাষক গোফরান,বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ,ছাত্রছাত্রীবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…