• রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

কচুয়া উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

আপডেটঃ : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

 

জিসান আহমেদ নান্নু ॥
শিল্পের আলোয় মুছে যাক অন্ধকার এ শ্লোগানে চাঁদপুরের কচুয়া উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসানুল হকের পরিচালনায় সনদপত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি নীলিমা আফরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মুহাম্মদ মাহবুবুল আলম, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক মানিক ভৌমিক প্রমূখ।
এ সময় উপজেলা শিল্পকলা একাডেমির উত্তীর্ণ প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…