• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

মানুষের সাথে সাপের বাস

আপডেটঃ : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

হাবিবুর রহমান (হাবিব) :
মানুষের সাথে সাপের বসবাস,চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পুর্বপাড়া মিয়াজী বাড়ির মানিক মিজির বসত ঘর থেকে প্রায় অর্ধশত সাপের বাচ্চা বের হয়েছে।

সাপগুলো  মেরে ফেলেন শিক্ষক মানিক মিয়াজী । তিনি জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। শুক্রবার সন্ধ্যায় মানিক মাস্টারের সাথে কথা হলে তিনি জানান, গত দুই দিন থেকে তার ঘরের বিল্ডিং এর ফাঁক দিয়ে ছোট ছোট সাপের বাচ্চা বের হতে থাকে।

তখন তার পরিবারের সদস্যরা আতংকিত হয়ে পড়ে। তিনি নিজেই সে গুলো মারতে শুরু করে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৫০ টির ও বেশি সাপের বাচ্চা মারেন। তবে এ গুলো কি জাতের অথবা কি সাপ তা তিনি নিশ্চত করতে পারেননি।

স্থানিয় বাসিন্দা গাজি মো: ওয়ালী উল্যাহ , জামাল হোসেন ও মনির হোসেন জানান, সাপগুলো মারার পর আশপাশের মানুষ দেখতে ছুটে যায়। অনেকে আতংকিত হয়ে পড়েন।

আরেক স্থানিয় বাসিন্দা মোহাম্মদ মোজাম্মেল হক কাজল জানান মানিক মিজি সাপ গুলো মেরে এই এলাকার বড় একটা বিপদ থেকে রক্ষা করেছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…