• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

কচুয়ায় রাস্তার উপর ঝুকিঁপূর্ণ বৈদ্যুতিক খুটিঁ ॥ জনচলাচলে ভোগান্তি

আপডেটঃ : শনিবার, ২০ জুন, ২০২০

কচুয়া : কচুয়ার মনপুরা বাতাবাড়িয়া-কাপিলা বাড়ি সড়কের তিন রাস্তার মোড়ে নতুন রাস্তার মাঝামাঝি বৈদ্যুতিক ঝুকিঁপূর্ন খুটিঁ।

জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
কচুয়া উপজেলার মনপুরা বাতাবাড়িয়া-কাপিলা বাড়ি সড়কের নতুন রাস্তার মুখে বৈদ্যুতিক খুটিঁ নির্মানের ফলে জনচলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। এতে যে কোনো সময়ে প্রাণহানিসহ বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।
জানা গেছে, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কচুয়া জোনাল অফিসের আওতায় বিগত প্রায় চার বৎসর পূর্বে কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাপিলাবাড়ি ফোরকানিয়া মাদ্রাসা সড়কের নতুন তিন রাস্তার মুখে মাঝামাঝি স্থানে বৈদ্যুতিক খুটি স্থাপন করা হয়েছে। ফলে রিক্সা,সিএনজি,ভ্যান ও যে কোনো ধরনের যানচলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি পল্লী বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারগণ তৎকালীন সময়ে গাফলতি করে নতুন রাস্তার মুখে মাঝামাঝি স্থানে বিদ্যুতের লাইনটি স্থাপন করে। বর্তমানে ওই লাইনটি ৫ফিট দূরে সরিয়ে দিতে এলাকাবাসীর জোড় দাবী জানান।
এব্যাপারে চাঁদপুর-১ কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…