• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

কচুয়ার পাথৈর ইউনিয়ন যুবলীগের সম্পাদক মহসিন ফরাজী’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

আপডেটঃ : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে প্রভাবে কর্মহীন হয়ে পড়া চাঁদপুরের কচুয়ার বড়দৈল গ্রামে গৃহবন্দি, গরীব ও অসহায় পরবিারের মাঝে খাদ্যসামগ্রী ও ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও মানবিক নেতা মো. মো. মহসিন ফরাজীর উদ্যোগে ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল হোসেন, রবিউল ইসলাম ও কামরুজ্জামান বাবু’র সার্বিক সহযোগিতায় ১শ ১০টি অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তাঁর ইফতার উপহার সামগ্রী বিতরনে স্থানীয় অসহায় মানুষগুলোর মুখে হাঁসি ফুঠেছে।

এ সময় যুবলীগ নেতা মো. মহসিন ফরাজী বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের পরিবারের মাঝে এ সব খাদ্য উপহার সামগ্রী নিজ হাতে বিতরণ করেন।

পাথৈর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও মানবিক নেতা মো. মো. মহসিন ফরাজী বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকতে কেউ মহামারী দূযোর্গ করেনায় না খেয়ে মরবেনা। প্রধানমন্ত্রীর নিদের্শে ও তাঁর মাধ্যমে দেশের প্রতিটি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন। নিজে বাঁচুন ও প্রতিবেশীদেরকে বাঁচান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবক আরিফ হোসেন, জুয়েল রানা সবুজ,সালাম ও নাছির উদ্দিন অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…