• শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

কচুয়ায় ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে মারধরের অভিযোগ

আপডেটঃ : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

কচুয়া প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ার শংকরপুর গ্রামে পৈত্রিক ভিটায় ঘর উত্তোলনকে কেন্দ্র করে বড় ভাইকে মারধর করেছে ছোট ভাই। বুধবার শংকরপুর গ্রামের মোল্লা বাড়ীতে হামলা ও মারধরের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ন্যায় বিচার চেয়ে ক্ষতিগ্রস্ত রবিউল্লাহ কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

থানায় লিখিত অভিযোগ সূত্র ও ক্ষতিগ্রস্ত রবিউল্লাহর জানান, আমার বাবা গত বছরের নভেম্বর মাসে মৃত্যুবরণ করেন। পেশাগত কারণে আমি কচুয়ায় থাকি। সম্প্রতি আমার বোন ও ভগ্নিপতিদের সাথে আলাপ আলোচনা করে আমার শংকরপুর গ্রামের নতুন বাড়িতে ঘর উত্তোলন শুরু করি। বুধবার আমার ছোট ভাই এমদাদ উল্লাহর কাছে পাওনা টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে এমদাদ উল্লাহ ও আমার ভগ্নিপতি গিয়াস উদ্দিন আমার উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন। এসময় আমার সাথে থাকা নগদ ১০ হাজার টাকা, দুটি মোবাইল সেট, ব্যবসায়ী গোডাউনের চাবি কেড়ে নিয়ে যায় বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন।


এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মামুন জানান, রবিউল্লাহ ও এমদাদের মধ্যে ঘর উত্তোলনকে কেন্দ্র করে দ্বন্ধ রয়েছে কিন্তু ঝগড়ার বিষয়টি শুনিনি। আমাকে কেউ এ বিষয় সম্পর্কে অবহিত করেনি।
অপরদিকে অভিযুক্ত এমদাদ উল্লাহর বক্তব্য জানতে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…