• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

হাজীগঞ্জে বড়কুল পঃ ইউনিয়নে শতাধিক পরিবারে চাল বিতরন

আপডেটঃ : সোমবার, ৩০ মার্চ, ২০২০

নিজস্ব প্রতিনিধিঃ
হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নে শতাধিক পরিবারকে ১০ কেজি করে চাল দিলেন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী। গত ২৮ মার্চ থেকে আজ পর্যন্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিন্ম আয়ের পরিবারকে খুঁজে বের করে এনে পরিবার প্রতি ১০ কেজি করে চাল প্রদান করেন।
ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে জনগণ যখন সেলফ কোয়ারেন্টাইনে, তখন নিন্ম আয়ের মানুষগুলোর আয়ের পথ বন্ধ হয়ে যায়। তাই স্থানীয় সাংসদ (এমপি) মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে নিন্ম আয়ের পরিবারকে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী বলেন, ইউপি সদস্যদের সহযোগিতায় ওয়ার্ড ভিত্তিক নিন্ম আয়ের মানুষের তালিকা করা হয়েছে। এবং তা যাচাই-বাছাই করে পরিবার প্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে এবং জনসচেতনতার লক্ষে প্রতিদিন ২০ জনকে এই চাল প্রদান করা হয়। ৫ দিনে মোট শতাধিক পরিবারকে ১ হাজার কেজি চাল দেয়া হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…