মানব খবর রিপোর্টঃ
হাজীগঞ্জ উপজেলার সকল খাবার হোটেল বন্ধ ঘোষণার ৮ ঘন্টার মাথায় খোলা রাখার সিদ্ধান্ত দেন থানা পুলিশ ।
জানা যায়, চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল)আফজাল হোসের নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুলিশের ২০মার্চ শুক্রবার রাতে হাজীগঞ্জ বাজারের খাবার হোটেলগুলোকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশনা দেন। নির্দেশনার আট ঘন্টার মাথায় সকল হোটেল খোলা রাখতে থানা পুলিশ সিদ্ধান্ত দেন বলে জানান হোটেল মালিকগণ।
হাজীগঞ্জ হোটেল মালিকগন জানান, বন্ধের নির্দেশনা পেয়ে আমরা সকল স্টাফদের ছুটি দিয়ে দিয়েছি। এখন খোলার নির্দেশনা পেয়ে স্টাফদের আবার খবর দেয়া হয়েছে।
শুক্রবার রাতে মাদক দ্রব্য অধিদপ্তেেরর পক্ষ থেকে সকল বার সংযুক্ত খাবার হোটেল ও আবাসিক হোটেলর বার বন্ধ রাখতে নির্দেশনা দেন। শনিবার সকালে হাজীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে হোটেলগুলো খোলা রাখতে জানান।
হাজীগঞ্জ বাজারে বার সংযুক্ত হোটেল না থাকায় তা চালু রাখতে পারবে বলে জানান স্থানীয় প্রশাসন।
এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত ) আব্দুল আল মাহমুদ জানান, অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছে হাজীগঞ্জে সকল হোটেল রেস্তরাঁ বন্ধ। প্রকৃতপক্ষে হাজীগঞ্জ বা চাঁদপুরের কোথায়ও এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৯/৩/২০২০ তারিখের একটি বিজ্ঞপ্তি দ্বারা দেশের সকল হোটেল রেস্তরাঁ সংলগ্ন বার (পানশালা) (আরো পরিষ্কার করে বললে মদের বার ) আছে সেগুলো ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
কেউ কেউ না বুঝে বলছে সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ। হতে পারে জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য এটা একটা কৌশল।
তাই সবাইকে অপপ্রচারে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
সরকার বা স্থানীয়ভাবে এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হলে সকলকে ব্যাপক প্রচারের মাধ্যমে জানিয়ে দেয়া হবে,ইনশাআল্লাহ।