• সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

শাহরাস্তি কালিয়াপাড়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক উপশাখা শুভ উদ্ভোধন

আপডেটঃ : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

 

মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাজারে আমান প্লাজা (২য় তলায়) আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-শাখা শুভ উদ্ভোধন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শাখা কার্যালয়ে এর উদ্ভোধনীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপ শাখার উদ্বোধন অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কচুয়া রহিমানগর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে ও আবু তানভীর এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড সিলেট জোন এর একেএম আমজাদ হোসেন। কালিয়াপাড়া বাজার উপশাখার ব্যবস্থাপক মোঃ জামাল হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, আমান প্লাজার প্রতিষ্ঠাতা মোঃ আমান উল্লাহ ও ব্যাংকের সিও জোনাল অফিস সিলেট জোন মাঈনুল ইসলাম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাংকের কুমিল্লা লাঙ্গল কোর্ট শাখা ব্যবস্থাপক ফিরোজ আহমেদ, গল্লাই শাখা ব্যবস্থাপক কাজী মোঃ ইলিয়াছ, লাকসাম শাখা ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন, হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন, রহিমানগর শাখার সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ মুন্সি, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল হোসেন, ডাঃ মফিজুর রহমান, মোঃ ফারুক হোসেন, মাঈনুল ইসলাম সহ আরো অনেকে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…