• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন

শাহরাস্তিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

আপডেটঃ : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

মোঃ জামাল হোসেনঃ

“ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে,, প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ২ জানুয়ারি শনিবার উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (কোভিড ১৯) করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মূলক স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়,কর্মসূচিতে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, আরএসএস ঋণ প্রদান করা হয়, উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে এ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহানসহ সমাজসেবা অফিসে কর্মরত সকল অফিসারবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ভাতা ভোগীরা।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…