অমরেশ দত্ত জয়ঃ
চাঁদপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টিমের বিশেষ অভিযানে ১৮১০ পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।সেই সাথে এ মাদক ব্যবসায় জড়িত ২ জন মাদক কারবারী কে আটক করা হয়েছে।৮ই জুলাই বুধবার মতলব দক্ষিণের নায়ের গাও বাজার হতে এ আটক করা হয়েছে।আটক ২ আসামীর মধ্যে ইয়াবা উদ্ধার হয়েছে আব্দুল খালেক(৪১) নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে।যিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার সাদরদিয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।যার পূর্বে ৬ টিরও বেশি মাদক মামলা রয়েছে।অপর আসামী উত্তম চন্দ্র দে(৫০) এর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।যিনি মতলব দক্ষিণের নায়ের গাঁও বাজারের মৃত আদিত্য চন্দ্র দে এর ছেলে।বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম।তিনি জানান,মতলব দক্ষিণে মাদকের প্রবণাতা বেড়ে গেছে এমন তথ্য সাংবাদিকদের লেখনীর মাধ্যমে পত্রিকা পড়ে জানতে পেরেছি।তাই গোপন সংবাদের ভিত্তিতে মতলবে বিশেষ অভিযান পরিচালনা করি।যেখানে প্রায় ৯ লক্ষ ৫ হাজার টাকা সমমূল্যের ১৮১০ পিচ ইয়াবা এবং প্রায় ৬০ হাজার টাকা সমমূল্যের ২ কেজি গাঁজা উদ্ধার করি।আমাদের অভিযানে ইয়াবাসহ প্রথমে আব্দুল খালেক এবং পরে তার দেওয়া তথ্য মতে উত্তম চন্দ্র দে কে আটক করতে সক্ষম হই।তাদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান,এস আই মোঃ মজিবুর রহমান,মোঃ পিয়ার হোসেন,এএসআই মোঃ আশরাফ আলী,কাজী শামসুর বাড়ী সহ অন্যান্য সিপাহীগণ অংশ নিয়েছেন।মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে