• শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

শাহরাস্তিতে করোনার দুর্যোগ পরিস্থিতিতে সেবা দিচ্ছেন আনসার কমান্ডার আঃ ছাত্তার

আপডেটঃ : বুধবার, ১ জুলাই, ২০২০

মোঃ জামাল হোসেনঃ

শাহরাস্তিতে করোনার দুর্যোগ পরিস্থিতিতে নীরবে সেবা দিয়ে যাচ্ছেন উপজেলা আনসার  কোম্পানি কমান্ডার মোঃ আব্দুস ছাত্তার মজুমদার , করোনার দুর্যোগ পরিস্থিতিতে সেবার ব্রত নিয়ে সাহসিকতার সহিত নীরবে নিভৃতে কাজ করে চলছে শাহরাস্তি উপজেলার আনসার ভিডিপি  কোম্পানি কমান্ডার আব্দুস ছাত্তার মজুমদার পিপিএম বার, করোনার দুর্যোগ পরিস্থিতির মার্চ ২০২০ হইতে অদ্যবধি পর্যন্ত তিনি সচেতনতা মূলক লিফলেট বিতরণ, জনসচেতনতা তৈরিতে উদ্বুদ্ধ করন, সামাজিক দূরত্ব বজায় রাখতে সক্রিয় অংশগ্রহণ, করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে লকডাউন, হাসপাতালে এনে ভর্তি জরুরী সভায় সহায়তা, করোনা মৃত ব্যক্তিদের দাফন ও সৎকার কাজে সহযোগিতা, পৌরসভা ও সকল ইউনিয়ন পর্যায়ে ত্রাণ বিতরণে সহায়তা, ঘূর্ণিঝড়  আম্পানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের মালামাল স্থানান্তরে সহয়তা প্রদান, এছাড়াও মাদক ইভটিজিং বাল্যবিবাহ ও জঙ্গিবাদ প্রতিরোধে প্রশাসনের সহযোগী হিসেবে সাহসিকতার সহিত অংশগ্রহণ, প্রধানমন্ত্রী ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে আনসার-ভিডিপি সদস্যদের শাকসবজি মৎস্য চাষ ও বৃক্ষরোপণ অভিযান পরিচালনায় সহয়তা প্রদান করা সহ সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করে চলেছে। এ বিষয়ে শাহরাস্তি উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোঃ আব্দুস ছাত্তার মজুমদার জানান সেবার মানসিকতা নিয়ে বাংলাদেশ আনসার বাহিনীতে যোগদান করেছি যতদিন বেঁচে থাকব ততোদিন মানুষের কল্যানে সেভা করে যাব, আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…