• রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন

মতলবে গ্রীন এনভায়রমেন্ট মুভমেন্টের উদ্যোগে বৃক্ষরোপন

আপডেটঃ : রবিবার, ১৪ জুন, ২০২০

সফিকুল ইসলাম রিংকু:
মুজিববর্ষে বৃক্ষরোপন অভিযান সফল করার লক্ষ্যে গ্রীন এনভায়রমেন্ট মুভমেন্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মতলব দক্ষিণ উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ১৪ জুন রবিবার উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপনের মধ্য দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবিব।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, থানার ওসি স্বপন কুমার আইচ, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামান, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী, প্রকল্প বাস্তবায়ন কার্যালযের উপ প্রকৌশলী কামরুল হাসান, তথ্য অফিসার তাছনিমা খাতুন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম প্রমুখ।
বৃক্ষরোপনের বিষয়ে গ্রীন এনভায়রমেন্ট মুভমেন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোহন বলেন, সারা দেশে আমাদের এই বৃক্ষরোপন কর্মসূচী মাস ব্যাপী চলমান থাকবে। তারই অংশ হিসেবে চাঁদপুর জেলায় বৃক্ষরোপনের কার্যক্রম মতলব দক্ষিণ উপজেলার থেকে উদ্বোধন করা হলো।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…