• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

মতলব দক্ষিণে এসএসসিতে ৮১.৬১% এবং দাখিলে ৮৪.৫৬% পাশের হার

আপডেটঃ : রবিবার, ৩১ মে, ২০২০

 

সফিকুল ইসলাম রিংকু:-

মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফল ৩১ মে প্রকাশ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, ২ হাজার ৮শত ৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২হাজার ২শত ৯১জন, ফেল করেছে ৫শত ১৬জন। পাসেরহার ৮১.৬১%।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, কাচিয়ারা স্কুল এন্ড কলেজ থেকে মোট পরীক্ষা দেয় ৫৯জন, পাশ করেছে ৫৮জন, পাশের হার ৯৮.৩১%, মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ১শত ৯৩জন, পাশ করেছে ১শত ৫৫জন, পাশেরহার- ৮০.৩১%, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষায় দেয় ২শত ৭৮জন, পাশ করেছে ২শত ১৮জন, পাশেরহার ৭৮.৪২%, নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ২শত ৫৩জন, পাশ করেছে ১শত ৪৮জন, পাশের হার৫৮.৫০%, বরদিয়া কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৭৩জন, পাশ করেছে ৩৯জন, পাশের হার ৫৩.৪২%, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ২শত ৬জন, পাশ করেছে ১শত ৮০জন, পাশের হার ৮৭.৩৮%, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৬৫জন, পাশ করেছে ৫৬জন, পাশের হার ৭৬.১৫%, হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ১শত ৬১জন, পাশ করেছে ১শত ৬১জন, পাশের হার ১০০%, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৬৭জন, পাশ করেছে ৫১জন, পাশের হার৭৬.১২%, বহরী উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৬৩জন, পাশ করেছে ৫৮জন, পাশের হার ৯২.০৬%, নওগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৮৫জন, পাশ করেছে ৭৭জন, পাশের হার ৯০.৫৯%, দগরপুর আঃ গনি উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৬০জন, পাশ করেছে ৬০জন, পাশের হার ১০০%, আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৮২জন, পাশ করেছে ৭৪জন, পাশের হার ৯০.২৪%, লাক শিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ১শত ২৪জন, পাশ করেছে ১শত ১৮জন, পাশের হার ৯৫.১৬%, কালিকাপুর উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ১শত ১জন, পাশ করেছে ৫৩জন, পাশের হার ৫২.৪৮%, নায়েরগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ১শত ২৫জন, পাশ করেছে ৮৬জন, পাশের হার ৬৮.৮০%, ধলাতলী জনতা উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৪৮জন, পাশ করেছে ৪১জন, পাশের হার ৮৫.৪২%, কাশিমপুর পুরণ উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৭৫জন, পাশ করেছে ৭৪জন, পাশের হার ৯৮.৬৭%, আচলছিলা উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৫৩জন, পাশ করেছে ৫৩জন, পাশের হার১০০%, আধারা উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ১শত ৩জন, পাশ করেছে ৮৫জন, পাশের হার৮২.৫২%, নারায়নপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৭৩জন, পাশ করেছে ৪৮জন, পাশের হার ৬৫.৭৫%, কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৩১জন, পাশ করেছে ৩১জন, পাশের হার ১০০%, আদর্শ স্কুল মতলব থেকে মোট পরীক্ষা দেয় ৫২জন, পাশ করেছে ৪০জন, পাশের হার ৭৬.৯২%, পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৮৩জন, পাশ করেছে ৪৮জন, পাশের হার ৫৭.৮৩%, দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৪৭জন, পাশ করেছে ৪০জন, পাশের হার ৮৫.১১%, লামচরী উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৩৮জন, পাশ করেছে ৩৪জন, পাশের হার ৮৯.৪৭%, আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ১শত ৫৮জন, পাশ করেছে ১শত ৫৭জন, পাশের হার ৯৯.৩৭%, ডিঙ্গাভাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দেয় ৫১জন, পাশ করেছে ৪৮জন, পাশের হার ৯৪.১২%।

 

 

দাখিল পরীক্ষায় ৮৪.৫৬% পাশের হারঃ

মতলব দক্ষিণে এবারের দাখিল পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিস সূত্রে জানাযায়, ৬শত ৪৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৫শত ৪৮জন, ফেল করেছে ১শত জন। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭জন, পাসের হার ৮৪.৫৬%।

মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৫৬জন, পাশ করেছে ৪০জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাশের হার- ৭১.৪২%, ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৭৬জন, পাশ করেছে ৭৬জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, পাশেরহার- ১০০%, নন্দীখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৩৯জন, পাশ করেছে ৩৭জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাশেরহার- ৯৪.৮৭%, নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৩৪জন, পাশ করেছে ৩৪জন, পাশের হার- ১০০%, কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৮৪জন, পাশ করেছে ৭৩জন, পাশের হার- ৮৬.৯০%, খর্গপুর ফাজিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৩৬জন, পাশ করেছে ২০জন, পাশের হার- ৫৫.৫৫%, কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৩৭জন, পাশ করেছে ৩৫জন, পাশের হার- ৯৪.৫৯%, ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৪৪জন, পাশ করেছে ৩৯জন, পাশের হার-৮৮.৬৩%, কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৫৩জন, পাশ করেছে ৫২জন, পাশের হার- ৯৮.১১%, দক্ষিণ করবন্ধ আল আমিন দাখিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ২৩, পাশ করেছে১০জন, পাশের হার- ৪৩.৪৭%, ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ২৩জন, পাশ করেছে ১৯জন, পাশের হার- ৮২.৬০%, দিঘলদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ২২জন, পাশ করেছে ১৮জন, পাশের হার- ৮১.৮১%, পূর্ব ধলাইতলী এজেআইডি মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ২৬জন, পাশ করেছে ১৬জন, পাশের হার- ৬১.৫৩%, বদরপুর ওএস দাখিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৬৩জন, পাশ করেছে ৫২জন, পাশের হার- ৮২.৫৩%, নাগদা সূফি আহম্মেদ মহিলা দাখিল মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ২জন, পাশ করেছে ২জন, পাশের হার- ১০০%, রসুলপুল আননিসা দাখিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৩০জন, পাশ করেছে ২৫জন, পাশের হার- ৮৪.৫৬%।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…