• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

মতলব দক্ষিণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীদের অর্থদন্ড

আপডেটঃ : শনিবার, ১৬ মে, ২০২০

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বড়দিয়া আড়ং বাজার ও মুন্সীরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তের ব্যবসায়ী’কে (১৩,০০০) টাকা জরিমানা করা হয়েছে। ১৫ মে (শুক্রবার) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন কর্তৃক উপজেলার বড়দিয়া আড়ং বাজার ও মুন্সীরহাট বাজারে প্রাণঘাতী করোনা-ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে সরকারি আইন অমান্য করে গণজমায়েত সৃষ্টি করে কাপড়ের দোকান খোলা রাখার অপরাধে ১৩জন কাপড় ব্যবসায়ী’কে সর্বমোট (১৩,০০০) টাকা জরিমানা গুনতে হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম।

সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন নিরাপদ দুরুত্ব বজায় রাখুন। সংশ্লিষ্টরা আশা করেন এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…