• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

করোনা প্রতিরোধে ওসি শাহরাস্তি দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান 

আপডেটঃ : বুধবার, ১৩ মে, ২০২০

 

ইমতিয়াজ সিদ্দিকী তোহাঃ

শাহরাস্তি উপজেলার সূচিপাড়া বাজারে করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধে,ঔষধ (মেডিসিন) ও নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতীত অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

 

১৩ মে বুধবার শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহআলম এলএলবি, সরজমিনে এ নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি সূচিপাড়া বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে কাপড়ের দোকান বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদেরকে অনুরোধ করেন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার পাশাপাশি শুধুমাত্র ঔষধের দোকান ২৪ ঘন্টা খোলা রাখার নির্দেশ প্রদান করেন।

 

প্রসঙ্গগত, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহআলম এলএলবি,বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই দিন রাত জীবনের মায়া ত্যাগ করে শাহরাস্তিবাসীকে নিরাপদে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। যা সর্বমহলে ব্যাপক প্রশংসা অর্জন করে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…