• শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

শাহরাস্তিতে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেটঃ : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

শাহরাস্তি প্রতিনিধিঃ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শাহরাস্তি উপজেলা প্রশাসন। ৭ই এপ্রিল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় টামটা উত্তরের বিভিন্ন চায়ের ও মুদি দোকানকে জরিমানা করা হয়। সরকারি নির্দেশ অমান্য করা ও নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখায় তাদেরকে দন্ডবিধি আইন ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় জরিমানা করা হয়।
৭টি মামলায় এদিন ৮৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন অভিযান পরিচালনার সময় জরিমানার সাথে সকলকে সতর্ক ও সরকারি নির্দেশনার মেনে চলতে অনুরোধ করেন।

অভিযান পরিচালনার সময় শাহরাস্তির থানার পুলিশ কর্মকর্তা মো শাহাজাহান সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনার সময় সহযোগিতা প্রদান করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…