মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে করোনা ভাইরাস সচেতনতার লক্ষ্যে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনের তৎপরতা দোকানপাট বন্ধ।
পৌরসভার প্রাণকেন্দ্র মেহের কালীবাড়ি ঠাকুর বাজার শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা সহ উপজেলার বিভিন্ন বাজার, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে, উপজেলা লকডাউন। ২৫ মার্চ বুধবার থেকে জনস্বার্থে সরকারের ঘোষনা বাস্তবায়ন করতে সকাল থেকে প্রশাসনের ব্যাপক তৎপরতায় হাট-বাজারের দোকানপাট বন্ধ।
মানুষের চলাচল একেবারেই সিমিত। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেনা। যানবাহনও সিমিত চলাচল করছে। হাট-বাজার গুলোতে সরকারের নির্দেশনা মোতাবেক ঔষুধ, কাছা-মালামাল ও নিত্যপণ্যের দোকানপাট খোলা রয়েছে। মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে করণীয়, ঘনঘন দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড যাবত পরিষ্কার করুন যেখানে সেখানে কফ, থুথু ফেলবেন না। হাত দিয়ে নাক মুখ চোখ স্পর্শ থেকে বিরত থাকুন হাসি কাশির সময় টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে ফেলুন। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলুন ও হাত পরিষ্কার করুন, জ্বর কাশি শ্বাসকষ্ট, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিবর্গ ১৪ দিন ঘরের বাইরে বের হবেন না এবং নিজবাড়ী নির্ধারিত একটি কক্ষে অবস্থান করবেন। কোয়ারেন্টাইন কৃত ব্যক্তির আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সংস্পর্শে আসতে পারবেন না।