• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

শাহরাস্তির ওয়ারুক বাজারে তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

আপডেটঃ : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০

মোঃ জামাল হোসেন:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসায়ীকে জরিমান প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার।

 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে ওয়ারুক বাজারে অভিযান করা হয়। এ সময় ৩ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, ভেজাল বিরোধী অভিযানে জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিকার মেনে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…