• সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

শাহরাস্তি ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেটঃ : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০

মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ১১ জানুয়ারী শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলার খিলা বাজার পুলিশ ফাঁড়ির সংলগ্নে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত (৪৫) নামক এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, খিলা বাজার পুলিশ ফাঁড়ির সংলগ্নে ডাকাতিয়া নদীতে ওই অজ্ঞাত লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় এলাকার লোকজন আত্ম চিৎসার শুরু করে ও স্থানীয় পুলিশ ফাঁড়ি খবর দেয়।

পরে পুলিশ গঠনা স্থলে গিয়ে অজ্ঞাত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শাহরাস্তি  থানার ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম ও খিলা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলমঙ্গীর হোসেন সহ সঙ্গীয় পুলিশ নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। আইনি প্রক্রিয়া শেষে অজ্ঞাত ব্যাক্তির লাশ পরিবারের লোক জন শনাক্ত করতে পারলে লাশ হস্তান্তর করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…